← Back to team overview

ubuntu-l10n-bn team mailing list archive

Re: পাইথন ফরম্যাট স্ট্রিং এরর- জরুরী সাহায্য দরকার

 

সারিম ভাই,
অনুবাদ করায় সমস্যা ছিল না আমার, সমস্যা ছিল বুঝায়; এবং সেটা এখনো কাটেনি :(
আপনার মত করে অনুবাদ করে দিয়েছি অবশ্য।

রিং ভাই,
ধন্যবাদ। অনুবাদ নিয়ে আমার অনেক কিছু জানার ও শেয়ার করার আছে। লিখতে পারি না,
তাই বলতে পারি না :(

Best regards-
*Md. Jamal Uddin
*Gazipur 1751, Bangladesh*
*======================
FOSS Bangladesh Volunteer
Linux Mint User, Ubuntu Translator



On Sat, Mar 17, 2012 at 4:22 PM, সাজেদুর রহিম জোয়ারদার
<toshazed@xxxxxxxxx>wrote:

> প্রিয় জামাল ভাই
>
> "লাইসেন্স কী এর অবস্থান অনিরাপদ, যেহেতু এতে প্রতীকি সংযুক্তিসুত্র রয়েছে।
> %s টি %s কে নির্দেশ করছে।" এভাবে অনুবাদ করে দিলাম এইমাত্র। সাথে আরো কিছু
> টুকটাক অনুবাদের সংশোধনী প্রয়োজন মনে হওয়ায় রি-টাচ করে দিয়েছি। [?]
>
> প্রিয় সবাই
> শারীরিক অসুস্থতার কারনে অনুবাদের কাজে সময়ই দিতে পারছি না। তবে চেষ্টা করবো
> দ্রুতই নিজেকে নিযুক্ত করতে।
>
> গতপরশু আর গতকাল মাভাবিপ্রবিতে ক্লাশ নিয়ে আসলাম। ওই সময় অনুবাদের কাজে
> সহযোগীতার জন্য বাচ্চাদেরকে নির্দেশনা আর সহযোগীতা করেছি। ইনশাল্লাহ আগামী
> মাসের শুরুতে মাভাবিপ্রবি সহ কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে "পেঙ্গুইন মেলা -
> ২০১২"র আয়োজনের সাথে সাথে উবুন্টু ১২.০৪ এর এই অনুবাদ প্রকল্পটিকে যথাদ্রুত
> সম্পন্ন করা যায় এ লক্ষ্যে প্রচারনা চালাবো।
>
> আশা করি আপনাদের সবার সহযোগীতা পাবো।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> _______________________________________________
> Mailing list: https://launchpad.net/~ubuntu-l10n-bn
> Post to     : ubuntu-l10n-bn@xxxxxxxxxxxxxxxxxxx
> Unsubscribe : https://launchpad.net/~ubuntu-l10n-bn
> More help   : https://help.launchpad.net/ListHelp
>
>

PNG image


References